ad720-90

হাইড্রোজেনচালিত প্রমোদতরী কেনেননি বিল গেটস


গেটস ৬৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের বিলাসবহুল ওই ইয়ট অর্ডার করেছেন বলে খবর প্রকাশ করেছে বেশ কিছু সংবাদমাধ্যম। আগের বছর মোনাকোতে প্রদর্শনীতে রাখা হয়েছিলো ওই ইয়ট।

বিবিসিকে নির্মাতা প্রতিষ্ঠান সাইনট জানিয়েছে, বেল গেটস ইয়ট কেনার কোনো অর্ডার দেননি।

“বিল গেটসের সঙ্গে আমাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। অ্যাকুয়া নামের এই ইয়ট কোনোভাবেই গেটস বা তার কোনো প্রতিনিধির সঙ্গে যুক্ত নয়,” জানিয়েছে সাইনট।

প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, “অ্যাকুয়া একটি কনসেপ্ট, যার উন্নয়ন চলছে এবং গেটসের কাছে এটি বিক্রি করা হয়নি।”

“এটি মোনাকোতে দেখানো হয়েছে, যাতে এর ভবিষ্যত আরও ভালো হয় এবং গ্রাহক ও এই খাতকে অনুপ্রাণিত করা যায়।”

হাইড্রোজেনচালিত এই ইয়ট বানানো শেষ হলে এর দৈর্ঘ্য হবে ১১২ মিটার। তবে, এপর্যন্ত দুই মিটার দৈর্ঘ্যের একটি মডেলই বানানো গেছে।

ইয়টটির সর্বোচ্চ গতি হবে ১৭ নট এবং একবারের পূর্ণ জ্বালানিতে এটি চলবে ৩৭৫০ নটিকাল মাইল।

হাইড্রোজেন জ্বালানিতে চলার কারণে এতে দূষণ অনেক কম হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar