ad720-90

৩ মার্চ লঞ্চ হতে চলেছে Vivo V19 Pro


সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ৩ মার্চ লঞ্চ হতে চলেছে Vivo V19 Pro। চলতি মাসে প্রকাশিত হয় একটি রির্পোট সেখানেই জানা যায় মার্চের প্রথম সপ্তাহেই লঞ্চ হতে চলেছে Vivo V19 Pro। লঞ্চের আগে শুরু হতে পারে এর প্রি-অর্ডার, তবে সংস্থা তরফে এখনও কিছু জানানো হয়নি। সম্প্রতি 91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্ট বলছে Vivo V19 Pro -তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে।এছাড়াও থাকতে পারে ডুয়াল সেলফি ক্যামেরা। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের সম্পর্কে-

Vivo V19 Pro দাম আর স্পেফিকেশন:

১) ছবি তোলার জন্য এই ফোনে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল+২মেগাপিক্সেল+২মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে ৩২মেগাপিক্সেল +৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

২) Vivo V19 Pro-এ একটি ৬.৫ ইঞ্চি অ্যামলয়েড ডিসপ্লে থাকতে পারে। Vivo V19 Pro -তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে।

৩) ফোনের ভিতরে Snapdragon 730G চিপসেট থাকছে।

৪) V19 Pro-তে একটি ৪,৫০০ mAh ব্যবহার করতে পারে Vivo।

৫) Vivo V19 Pro-এর দাম পড়তে পারে প্রায় ৩০,০০০ টাকার বেশি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar