ad720-90

এআই প্রতিষ্ঠানগুলোকে নীতিমালার আওতায় চান মাস্ক


এমআইটি’র স্বাধীন গবেষণা ল্যাব ওপেনএআই নিয়ে এক প্রতিবেদনের জবাবে টুইট করেছেন মাস্ক। “আমার মতে ওপেনএআই আরও উন্মুক্ত হওয়া উচিত। উন্নত এআই বানাচ্ছে এমন সব প্রতিষ্ঠানকে নীতিমালায় আনা উচিত, টেসলা সহ।”– খবর আইএএনএস-এর।

ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতাও মাস্ক। মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়, ওপেনএআইয়ের লক্ষ্য নিরাপদে এআই বানানো যাতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ঠিক থাকে এবং আরও বেশি অর্থ জোগাড় করতে পারে।

বরাবরই এআইয়ের সমালোচক মাস্ক। ২০১৮ সালে ওপেনএআই বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

বর্তমানে স্যান ফ্রান্সিসকোভিত্তিক ওপেনএআই চলছে মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলার নেতৃত্বে। মানবতার জন্য আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের (এজিআই) সুবিধা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। 

প্রশিক্ষণ, বেঞ্চমার্কিং এবং এআই নিয়ে পরীক্ষা চালানোর জন্য বিনামূল্যের সফটওয়্যার বানাতে কাজ করছে ১০০ কর্মীর ওপেনএআই।

মানবতায় এআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেন নাদেলা। সামনের কয়েক বছরে ওপেনএআইয়ে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তার, যাতে ‘গণতান্ত্রিক এজিআই’ বানানো যায়।

মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড প্ল্যাটফর্মের মধ্যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্ল্যাটফর্ম বানাবে ওপেনএআই। এ ছাড়াও যৌথভাবে নতুন অ্যাজিউর এআই সুপারকম্পিউটিং প্রযুক্তি বানাবে স্টার্টআপটি, যাতে বড় পরিসরের এআই ব্যবস্থায় মাইক্রোসফট অ্যাজিউরের স্বক্ষমতা আরও বাড়ানো যায়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar