ad720-90

একাধিক দুর্দান্ত ফিচারে লঞ্চ হচ্ছে Oppo Find X2


সব জল্পনায় ইতি টেনে আগামী মাসে ৬ তারিখ নাগাদ করে লঞ্চ হতে চলেছে Oppo Find X2। জানা গেছে ওই একই দিনে একটি স্মার্ট ওয়াচ লঞ্চ করতে পারে সংস্থাটি। একটি টিজার থেকে অনুমান করা হচ্ছে Oppo-এর স্মার্ট ওয়াচের ডিজাইন অনেকটা Apple-এর ধাঁচে হবে। অন্যদিকে Oppo Find X2-তে থাকবে আর্কষণীয় ক্যামেরা ফিচার যা তাক লাগিয়ে দেবে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের বাকি ফিচারগুলি সম্পর্কে-

Oppo Find X2-এর দাম ও স্পেসিফিকেশন :

(◊) ৬.৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকছে এই ফোনে।

(◊) Oppo Find X2- এ চলবে Android 10 অপারেটিং সিস্টেম।

(◊) Qualcomm Snapdragon 865 প্রসেসর রয়েছে Oppo-এর এই ভার্সনে।

(◊) এই ফোনের থাকবে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ।

(◊) এই ফোনে থাকছে ৪,০৬৫ mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

(◊) ছবি তোলার জন্য থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ,এছাড়াও ৮ মেগাপিক্সেল ও ১৩ মেগাপিক্সেল দুটি সেন্সর থাকবে রিয়ার ক্যামেরাতে।সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।তবে এখনও পর্যন্ত এই ফোনের ক্য়ামেরা ফিচার সম্বন্ধে নির্দিষ্ট করে কিছু জানায়নি সংস্থা।

(◊) ফোনটির দাম সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar