ad720-90

প্লেস্টেশন ৫ কন্ট্রোলারে ওয়্যারলেস চার্জিং


গত বছর গ্রীষ্মেই ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনে একটি পেটেন্ট আবেদন করেছে সনি। এবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এই পেটেন্ট। নতুন ওয়্যারলেস চার্জিং ব্যবস্থার খুঁটিনাটি এবং ছবি তুলে ধরা হয়েছে এতে– খবর আইএএনএস-এর।

প্রতিবেদনে বলা হয়, “পেটেন্টে একটি ওয়্যারলেস চার্জিং অ্যাডাপ্টর নিয়ে সনির পরিকল্পনা বর্ণনা করা হয়েছে। অ্যাডাপ্টরটি একটি কম্পিউটার গেইম কন্ট্রোলারে লাগালে তা একটি চার্জিং বেইজের সঙ্গে যুক্ত হবে এবং তারবিহীনভাবে কন্ট্রোলারের ব্যাটারি রিচার্জ করবে।”

সম্প্রতি আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন কনসোলটির কন্ট্রোলারে একটি মাইক্রোফোন থাকবে, যা ভয়েস অ্যাসিস্টেন্টের জন্য ব্যবহার করা যাবে।

পাশাপাশি নতুন কন্ট্রোলারটির নকশায় বাড়তি দুইটি বাটন দেখা গেছে।

দেখতে অনেকটা আগের ডুয়ালশক ৪-এর মতোই রাখা হচ্ছে নতুন কন্ট্রোলারটি। সামনে পিএস বাটন বাদ দিয়ে যোগ হতে পারে নতুন দু’টি বাটন।

পেটেন্ট আবেদনে বলা হচ্ছে, ইউএসবি মাইক্রো বি চার্জারের নতুন কন্ট্রোলারটি পিএস৪ এর সঙ্গেও কাজ করবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar