ad720-90

করোনাভাইরাস: এবার বাতিল ‘সাউথ বাই সাউথওয়েস্ট’


মার্চের ১৩ থেকে ২২ পর্যন্ত চলার কথা ছিল আয়োজনটির। কিন্তু করোনাভাইরাস শঙ্কায় একে একে উৎসব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ফেইসবুক, অ্যাপল, নেটফ্লিক্সসহ আরও অনেকে। ওই আয়োজনে বক্তব্য রাখার কথা ছিল টুইটার প্রধান জ্যাক ডরসির। করোনাভাইরাস সতর্কতা মেনে তিনিও নিজেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে জানান। পরে এসে আয়োজনটিই বাতিল করার ঘোষণা দেন ট্র্যাভিস কাউন্টি বিচারক সারাহ একহার্ট। সংবাদ সম্মেলন আয়োজন করে অনুষ্ঠান বাতিলের খবর জানান স্থানীয় কর্মকর্তা ও আয়োজকরা। — খবর সংবাদমাধ্যম রয়টার্সের।

এখন পর্যন্ত ৯০টিরও বেশি দেশে ছড়িয়েছে নভেল করোনাভাইরাস। তবে, টেক্সাসের অস্টিনে এখনও ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার কোনো খবর মেলেনি। “সিদ্ধান্তটি আতঙ্কের বশে নেওয়া হয়নি।” – ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ আয়োজন বাতিলের ঘোষণায় বলেছেন বিচারক একহার্ট।

সঙ্গীত উৎসব হিসেবে ৩৩ বছর আগে যাত্রা শুরু করে ‘সাউথ বাই সাউথওয়েস্ট’। পরে এতে যোগ হয়েছিল প্রযুক্তি, ভিডিও গেইম, টিভি অনুষ্ঠান ও চলচ্চিত্রের মতো ঘরানাগুলো।

আয়োজকদের তথ্য অনুসরে, চার লাখ ১৭ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন গত বছরের আযোজনে। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar