ad720-90

ফক্সকনের বিক্রি পড়েছে ৭.৭ শতাংশ


তাইওয়ান স্টক এক্সচেঞ্জে সোমবার দেওয়া নথিতে ফক্সকন বলেছে, মার্চ মাসে প্রতিষ্ঠানের আয় হয়েছে ৩৪৭৭০ কোটি তাইওয়ানিজ ডলার বা ১১৫১ কোটি মার্কিন ডলার। আগের বছর মার্চ মাসে প্রতিষ্ঠানের আয় ছিলো ৩৭৬৬০ কোটি তাইওয়ানিজ ডলার– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

চুক্তিভিত্তিক পণ্য নির্মাণে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানটি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মোট আয় দেখিয়েছে ৯২৯৭০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ১২ শতাংশ কম।

গত মাসেই ফক্সকন বলেছে, ২০১৯ সালের শেষ তিন মাসে প্রতিষ্ঠানের লাভ কমেছে ২৩.৭ শতাংশ। করোনাভাইরাস মহামারীর কারণে প্রতিষ্ঠানের মূল গ্রাহকদের পণ্যের চাহিদা কমতে থাকায় এর প্রভাব পড়েছে প্রতিষ্ঠানের আয়ে।

চীনে করোনাভাইরাসের কারণে এক মাস কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে ফক্সকন। তবে ইতোমধ্যেই উৎপাদন স্বাভাবিক অবস্থায় এসেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। আর অ্যাপলের নতুন আইফোনও নির্ধারিত সময়ে বাজারে আসবে বলে আশাবাদী ফক্সকন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar