ad720-90

এবার দৃষ্টিপ্রতিবন্ধীরাও লিখতে পারবেন অ্যান্ড্রয়েডে


প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, নতুন এই ব্রেইল কিবোর্ডে ছয়টি বাটন রাখা হয়েছে। প্রতিটি বাটন ব্রেইলের ছয়টি ডট হিসেবে কাজ করবে। বাটনগুলোতে ভিন্ন ভিন্ন ধারায় ট্যাপ করে অক্ষর এবং চিহ্ন লেখা যাবে।

নতুন এই কিবোর্ডের নাম দেওয়া হয়েছে টকব্যাক। অন্যান্য কিবোর্ডের মতোই টকব্যাক কিবোর্ড ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। সব অ্যান্ড্রয়েড অ্যাপেই কাজ করবে এটি। এর মাধ্যমে অ্যাপে টেক্সট লিখতে এবং মুছে ফেলতে পারবেন গ্রাহক।

ব্রেইল গ্রেড ১ এবং গ্রেড ২ সমর্থন রয়েছে টকব্যাক কিবোর্ডে। আপাতত শুধু ইংরেজি ভাষার জন্য চালু করা হয়েছে এটি।

বৃহস্পতিবার থেকে অ্যান্ড্রয়েড ৫.০ বা তার পরের সংস্করণের অ্যান্ড্রয়েডের জন্য উন্মুক্ত করা হয়েছে এই ব্রেইল কিবোর্ড।

সেটিংস থেকে অ্যাকসেসিবিলিটি মেনুতে গিয়ে টকব্যাক বাছাই করতে পারবেন গ্রাহক। অ্যান্ড্রয়েড অ্যাকসেসিবিলিটি হেলপ ওয়েবসাইট থেকে পূর্ণ নির্দেশনা দেখে নেওয়া যাবে বলেও জানিয়েছে গুগল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar