ad720-90

জুনে বিদায় নিচ্ছে স্যামসাংয়ের ‘এস ভয়েস’


গত দশকের শুরুতে স্যামসাং ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৩-তে দেখা মিলেছিল এস ভয়েস অ্যাসিস্টেন্ট সেবাটির।

সম্প্রতি স্যামসাংয়ের এক নোটিশ সম্পর্কে জানিয়েছে স্যাম মোবাইল। ওই নোটিশে উল্লেখ রয়েছে, জুনের ১ তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে এস ভয়েস অ্যাসিস্টেন্টের সেবা। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

নোটিশে আরও জানানো হয়েছে, এস ভয়েস অ্যাসিস্টেন্ট রয়েছে এমন পরিধেয় প্রযুক্তি পণ্য গ্যালাক্সি ওয়াচ,  গ্যালাক্সি অ্যাকটিভে এরই মধ্যে নতুন আপডেট চলে এসেছে। ওই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে নিজেদের নতুন ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ‘বিক্সবি’ পৌঁছে দিয়েছে স্যামসাং। তবে, গিয়ার এস৩ এবং গিয়ার স্পোর্টের মতো পণ্যগুলোতে এখনও আপডেট আসেনি। এস ভয়েসের সেবা বন্ধ হয়ে যাওয়ার পর ওই পণ্যগুলোতে নতুন আপডেট আসবে বলেও উল্লেখ রয়েছে নোটিশে।

এস ভয়েস ২০১২ সালে বাজারে এলেও তেমন একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। পরবর্তীতে ভিভ-এর মালিকানা নিয়ে ব্যবহারকারীদের হাতে ‘বিক্সবি’-এর সেবা পৌঁছে দিয়েছিল স্যামসাং। তবে, প্রত্যাশিত লক্ষ্য পূরণে তেমন একটা ভূমিকা রাখতে পারেনি নতুন ওই ভার্চুয়াল অ্যাসিস্টেন্টটিও।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar