ad720-90

ইনস্টল ছাড়াই আইওএস দেখাবে অ্যাপের ফিচার!


আইওএস ১৪-এর প্রাথমিক বিল্ড সংস্করণের কোডে নতুন এই ফিচারের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি ৯টু৫ম্যাক-এর।

অপারেটিং সিস্টেমটির নতুন একটি এপিআইয়ের অংশ হিসেবে থাকছে ‘ক্লিপস’ নামের এই ফিচারটি। আইফোনে শুধু কিউআর কোড স্ক্যান করে অ্যাপটির একটি ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

৯টু৫ম্যাক -এর পক্ষ থেকে বলা হয়, “অ্যাপ ইনস্টল না করেও ক্লিপস এপিআইয়ের মাধ্যমে ইন্টারঅ্যাকটিভ এবং ডায়নামিক কনটেন্ট দেখাতে পারবেন ডেভেলপাররা।”

নতুন এই ফিচারের মাধ্যমে গ্রাহক যখন কিউআর কোড স্ক্যান করবেন তখন একটি কার্ড দেখতে পাবেন। এই কার্ডের মাধ্যমে অ্যাপের কিছু অংশের ফিচার দেখে নেওয়া যাবে। অ্যাপ স্টোর থেকে অ্যাপটির পুরো সংস্করণ ডাউনলোডের বাটনও দেওয়া হবে কার্ডটিতে।

ওপেনটেবল, ইয়েল্প, ডোরড্যাশ, সনির পিএস৪ সেকেন্ড স্ক্রিন এবং ইউটিউবের মতো অ্যাপগুলোর জন্য অ্যাপল নতুন এই ফিচারটির পরীক্ষা চালাচ্ছে বলে কোড থেকে ধারণা করছে ৯টু৫ম্যাক।

নতুন আইওএস ১৪-এ আইক্লাউড কিচেইন, ফিটনেস অ্যাপ এবং অন্যান্য আরও আপডেট আনা হবে বলেও ধারণা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar