ad720-90

এই অ্যাপগুলো আইফোন থেকে ‘টাকা কেটে নেয়’!


অ্যাপগুলো মুছে দেওয়ার জন্য আইফোন ব্যবহারকারীদের অনুরোধ করেছেন গবেষণা প্রতিষ্ঠান সফোস ল্যাবের গবেষকরা। নইলে ব্যবহারকারীদের পকেট থেকে অনেক অর্থ খসিয়ে নিতে পারে অ্যাপগুলো।

সবমিলিয়ে ৩০টিরও বেশি অ্যাপের ব্যাপারে সতর্কতা জানিয়েছেন গবেষকরা। ওই অ্যাপগুলো নামাতে ও ব্যবহার শুরু করতে কোনো খরচ না লাগলেও, অ্যাপগুলোর ইন-অ্যাপ পারচেস প্রক্রিয়ার কারণে ব্যবহারকারীদের খরচ হতে পারে প্রচুর অর্থ, বছরে ৩২০ পাউন্ডেরও বেশি। — খবর লিভারপুল ইকোর।

বিষয়টি খোলাসা করতে গিয়ে সফোসের জগদিশ চন্দ্রাইয়া বলেছেন, “এই অ্যাপগুলোর যে কোনোটিকে দেখে আপনার ‘ফ্রি’ মনে হবে এবং ইনস্টল করবেন, তারপর অ্যাপটি একদম প্রথমবারের মতো খুলতেই আপনাকে ‘ফ্রি ট্রায়ালের’ সুযোগ দেবে নোটিফিকেশনের মাধ্যমে”।

“ওই নোটিফিকেশন ব্যবহারকারীকে তার পেমেন্ট কার্ডের তথ্য দিতে উৎসাহিত করবে। কোনো কোনো ক্ষেত্রে শুধু সাইন আপ করলেই অ্যাপের কার্যকরী ফিচারগুলো পাওয়া যাবে। অনেক ব্যবহারকারী হয়তো সাইন আপ করার সময় মোট খরচ না পড়েই তা করে ফেলেন”। 

“এ অ্যাপগুলোর অধিকাংশতেই এমন আহামরি কোনো ফিচার নেই যা এরই মধ্যে সত্যিকার অর্থের ফ্রি অ্যাপে নেই”।

আসুন ধরনভেদে দেখে নেই অ্যাপগুলো

ভাগ্য গণনা বা হরোস্কোপ

সিয়ার অ্যাপ: ফেইস, হরোস্কোপ পাম

পামিস্ট্রি ডিকোডার

লাকি লাইফ- ফিউচার সিয়ার

লাইফ পামিস্ট্রি –এআই পাম অ্যান্ড ট্যাগ

অ্যাস্ট্রো টাইম অ্যান্ড ডেইলি হরোস্কোপ

ফেইস রিডিং – হরোস্কোপ ২০২০

ফোরকাস্ট মাস্টার ২০১৯

এমস্পাই লাইট ফোন ফ্যামিলি ট্র্যাকার

ফরচুনস্কোপ: পাম রিডার ২০১৯

জোডিয়াক মাস্টার প্লাস – পাম স্ক্যান

অ্যাস্ট্রোলাইন অ্যাস্ট্রোলজি, হরোস্কোপ

এজিং সিয়ার- ফেইস অ্যাপ, হরোস্কোপ

ফেইস রিডার – হরোস্কোপ সিক্রেট

ছবি এডিট করার অ্যাপ

সেলফি আর্ট- ফটো এডিটর

পিকসজয় – কার্টুন এফেক্ট এডিটর

ফেইস এজিং স্ক্যান – এআই এজ ক্যামেরা

ক্রেজি হিলিয়াম ফানি ফেইস এডিটর

বানুবা: ফেইস ফিল্টারস অ্যান্ডপ এফেক্টস

ওয়ান্ডারকি – কার্টুন অ্যাভাটার মেকার

অ্যাভাটার ক্রিয়েটর – কার্টুন ইমোজি

আইমোজি – কার্টুন অ্যাভাটার ইমোজি

কুইক আর্ট: ১- ট্যাপ ফটো এডিটর

সেলেব টুইন- হু ইউ লুক লাইক

চ্যাটিং অ্যাপ

সিআইএও – লাইভ ভিডিও চ্যাট

ভিডিও রেকর্ডার/রিঅ্যাকশন

অন্যান্য

কিউআর কোড রিডার – স্ক্যানার

কিউআর কোড রিডার অ্যান্ড বারকোড প্রো

ম্যাক্স ভলিউম বুস্টার

লাইফ ইনসাইট – পাম অ্যান্ড অ্যানিমাল ফেইস

কিউরিওসিটি ল্যাব – ফান এনসাইক্লেপিডিয়া

এই অ্যাপগুলোর প্রতিটিতেই সাবস্ক্রিপশন বাতিল বা পরিবর্তন করার অপশন রয়েছে। আর সবচেয়ে সহজ পথ হলো আইফোনে অ্যাপস্টোর খুললেই সবার ওপরে ডান কোণায় দেখতে পাবেন আপনার ছবি। সেখানটায় ট্যাপ করলেই নতুন একটি পাতায় দেখাবে কোন কোন অ্যাপ সাবস্ক্রইব করা আছে আপনার। সেখান থেকে বাদ দিয়ে দিতে পারবেন সাবস্ক্রিপশন। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar