ad720-90

করোনা ইমোজি নিয়ে আসছে ফেসবুক


বর্তমানে ফেসবুক ও মেসেঞ্জারে যেসব ইমোজি রয়েছে তাতে লাইক, লাভ, স্যাড, ওয়াও, হাহা ও অ্যাংরি অনুভূতি প্রকাশ করা যায়। এসবের সঙ্গে এবার যোগ হবে ‘কেয়ার’ ইমোজি বাটন। 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে লকডাউনে মানুষজন আগের চেয়ে বেশি সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় নতুন রিঅ্যাকশন ইমোজি নিয়ে হাজির হচ্ছে ফেসবুক।

নতুন ইমোজির নাম দেওয়া হয়েছে ‘কেয়ার’ ইমোজি। আগামী সপ্তাহ থেকে ফেসবুক অ্যাপ ও মেসেঞ্জারে তা পাওয়া যাবে বলে টুইটারে ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

“আমরা ফেসবুক ও মেসেঞ্জারে নতুন ‘কেয়ার’ প্রতিক্রিয়া চিহ্ন যোগ করতে যাচ্ছি। যাতে এই অভূতপূর্ব সময়ে মানুষজন একে অপরের প্রতি তাদের সমর্থন শেয়ার করতে পারে।”

ফেসবুক, মেসেঞ্জারে যোগ করার জন্য এরই মধ্যে হার্টের আদলে একাধিক ‘কেয়ার’ ইমোজি প্রস্তুত করা হয়েছে। কঠিন করোনাকালে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনের প্রতি আরও সহজে সহানুভূতি ও সমর্থন জানানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

 

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar