ad720-90

চুরির আড়াই কোটি ডলার ফেরত দিলেন হ্যাকার


রেকর্ডে দেখা গেছে চীনা প্ল্যাটফর্ম ডিফোর্স থেকে কয়েক ধরনের ক্রিপ্টোকারেন্সি তুলে নিয়েছেন ওই হ্যাকার। যেমন, এক কোটি ডলার নেওয়া হয়েছে ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সিতে, এ ছাড়া মার্কিন ডলারে যুক্ত ডিজিটাল কয়েনগুলোতে নেওয়া হয়েছে এক কোটি ডলার এবং ৪০ লাখ ডলার নেওয়া হয়েছে অন্যান্য কয়েনে।

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেই প্রায় একই পরিমাণ তহবিল ফেরত দিয়েছেন হ্যাকার– খবর বিবিসির।

একে অপরের সঙ্গে ক্রিপ্টোকারেন্সি লেনদেন সেবা দিয়ে থাকে ডিফোর্স।

রোববার হ্যাকিংয়ের ঘটনার পরই এক ব্লগ পোস্টে ডিফোর্স প্রতিষ্ঠাতা মিনডাও ইয়াং বলেন, “হ্যাকাররা আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন এবং আমরা তাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি।”

“এই হামলা শুধু আমাদের গ্রাহক, আমাদের অংশীদার এবং সহ-প্রতিষ্ঠাতাদের ক্ষতি করেনি, আমার নিজেরও ক্ষতি করেছে। হামলায় আমার সম্পদও চুরি গেছে,” যোগ করেন তিনি।

পরিস্থিতি নিয়ে আপডেট জানানোরও অঙ্গীকার করেছেন ইয়াং। বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ডিফোর্স।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar