ad720-90

ইন্দোনেশিয়ায় লঞ্চ হল Oppo A12


গত কয়েক বছর ধরে স্মার্টফোনের বাজারে ধীরে ধীরে প্রিমিয়াম ক্যামেরা ফোনের সেগমেন্টে নিজেদের স্থান পাকা করে নিয়েছে Oppo। সংস্থার বেশিরভাগ ফোনেই এখন মূল ফোকাসে তার রিয়ার ও সেলফি ক্যামেরা। তবে ফের একবার বাজেট সেগমেন্টে স্মার্টফোন লঞ্চ করল Oppo। সোমবার বাজারে এল Oppo A12। আপাতত ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে Oppo A12।

বাজেট সেগমেন্টের এই ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট আর ৪ জিবি RAM। ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে ডুয়াল ক্যামেরা থাকছে Oppo A12-এ। আসুন, এ বার এক নজরে দেখে নেওয়া যাক Oppo A12-এর স্পেসিফিকেশন-

♦ Oppo A12-এ থাকছে ৬.২২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 3-এর সুরক্ষা।

♦ এই ফোনে থাকছে ৪ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ।

♦ফোনের প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর ক্যামেরা। থাকছে ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফির জন্য থাকছে ৫ মেগাপিক্সেলের পিনহোল ফ্রন্ট ক্যামেরা।

♦ এই ফোনে থাকছে Android 9 Pie অপারেটিং সিস্টেম। সঙ্গে MediaTek Helio P35 চিপসেট।

♦  থাকছে ৪,৩২০ mAh ব্যাটারি। রয়েছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা।

♦ Oppo A12-র দাম হতে পারে ১২,৩০০ টাকার একটু বেশি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar