ad720-90

ফ্লোরিডায় ওষুধ পাঠাতে ড্রোন ওড়াবে সিভিএস, ইউপিএস


ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় মে মাসের শুরুতে ম্যাটারনেটের এম২ ড্রোন ব্যবস্থার মাধ্যমে কমিউনিটির এক লাখ ৩৫ হাজার বাসিন্দাকে ওষুধ সরবরাহ সেবা দেবে ইউপিএস ও সিভিএস– খবর সিএনবিসি’র।

ইউপিএস জানিয়েছে, কমিউনিটির কাছে একটি নির্দিষ্ট জায়গায় প্রেসক্রিপশনের ওষুধ রাখবে ড্রোন। সেখান থেকে ওষুধ সরবরাহের কাজটি করবে ট্রাক, পৌছে দেবে প্রাপকের বাড়িতে। স্থানীয় আরও দুইটি সিভিএস ফার্মেসি থেকে ওষুধ সরবরাহ নিয়ে সেবার পরিধি বাড়ানোর সম্ভাবনা আছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক বিজ্ঞপ্তিতে ইউপিএস-এর কৌশল ও রূপান্তর বিভাগের প্রধান স্কট প্রাইস বলেন, “আমাদের নতুন ড্রোননির্ভর  সরবরাহ সেবা অবসরপ্রাপ্তদের বড় এই কমিউনিটিতে নিরাপদ এবং কার্যকরভাবে ওষুধ পৌঁছে দিতে সিভিএস-কে সহায়তা করবে, বাড়ি থেকে বের না হয়েই ওষুধ পাবেন বাসিন্দারা।”

কোভিড-১৯ মহামারীতে লাগাম দিতেই এই উদ্যোগ নিয়েছে ইউপিএস। চলতি মাসের শুরুতেই বাড়িতে থাকার নির্দেশ পেয়েছেন ফ্লোরিডার বাসিন্দারা। অঙ্গরাজ্যটির গভর্নর রন ডেনসাতিস বলেন, জেষ্ঠ্য নাগরিকদের বাসায় বাড়তি যত্ন নেওয়া উচিত।

সোমবার পর্যন্ত ফ্লোরিডায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছিলো অন্তত ৩১ হাজার ৫২০, প্রাণ গেছে অন্তত এক হাজার ৭৩ জনের।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar