ad720-90

গুগলে করোনাভাইরাস সার্চ সুপার বোলের চারগুণ


অ্যালফাবেট এবং গুগল প্রধান সুন্দার পিচাই জানিয়েছেন, গুগলের সার্চ সেবার ব্যবহার বেড়েছে, সচরাচর গুগলে সবচেয়ে বেশি সার্চ হয় যুক্তরাষ্ট্রে সুপারবোল চলাকালীন, এবার করোনাভাইরাস সংশ্লিষ্ট সার্চ ওই সময়ের সার্চের হিসেবের তুলনায়ও চারগুণ হয়েছে। এবার ইউটিউবে ভিডিও দেখার সময়ও অনেক বেড়েছে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

চলতি বছরে প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফলকে “দুই প্রান্তিকের গল্প” আখ্যা দিয়ে সুন্দার পিচাই জানিয়েছেন, মার্চে বড় রকমের ধাক্কা খেয়েছে বিজ্ঞাপন কর্মক্ষমতা, মার্চের আগের দুই মাস অবশ্য ভালো অবস্থানেই ছিলো এটি।

মানুষ আগের তুলনায় অ্যাপে বেশি সময় কাটাচ্ছে বলেও জানিয়েছেন পিচাই। মার্চ মাসে ফ্রেব্রুয়ারির তুলনায় অ্যাপ ডাউনলোড হয়েছে ৩০ শতাংশ বেশি। সবমিলিয়ে গুগলের এখন আড়াইশ’ কোটি গুগল প্লে সক্রিয় ডিভাইস রয়েছে। তবে, সে তুলনায় ডিভাইস অ্যাক্টিভিশন আগের তুলনায় অনেক কমেছে বলেও জানিয়েছেন পিচাই।

শুধু একটি খাতেই গুগল ডিভাইসের চাহিদা বেড়েছে, তা হলো ক্রোমবুক। পিচাইয়ের দেওয়া তথ্য অনুসারে, বিশ্লেষকরা পুরো বছরের তুলনায় ক্রোমবুক চাহিদা ৪০০ শতাংশ পর্যন্ত বাড়তে দেখেছেন মার্চের ২১ তারিখের সপ্তাহে। গুগল জানিয়েছে, প্রায় দশ কোটি শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান ডিভাইসটির ক্লাসরুম শিক্ষা টুল ব্যবহার করছে, মার্চের শুরুর তুলনায় এটি দ্বিগুণ হারে বেড়েছে।

এতোকিছুর পর বার্ষিক মুনাফা ১৩ শতাংশ বেড়ে ৪১২ কোটিতে দাঁড়িয়েছে। মূলত সার্চ, ইউটিউব এবং ক্লাউড সেবার উপর নির্ভর করে নিজেদের অবস্থান ঠিক রাখার চেষ্টা করছে গুগল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar