ad720-90

নমনীয় ব্যাটারির পেটেন্ট আবেদন অ্যাপলের


আইএএনএস-এর প্রতিবেদন বলছে, সিলিন্ডারের মতো অস্বাভাবিক আকৃতিগুলোতে ব্যাটারি সেল বসাতে ভিন্ন পথ খুঁজছে অ্যাপল। ব্যাটারি প্রয়োজনমতো বাঁকানো এবং মোচড়ানো গেলেই এমনটা সম্ভব হবে।

পেটেন্টের নথিতে অ্যাপল বলেছে, “ডিভাইসের জায়গা দখল করার পাশাপাশি ব্যাটারিগুলো সাধারণত অনমনীয় হয়, ব্যাটারিগুলো ডিভাইসের যে অংশে বসানো হয় এটি বাঁকানো যায় না, যা বাস্তবসম্মত নয়। এ কারণেই পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইসে নমনীয় বা আধা-নমনীয় ব্যাটারির ব্যবহার প্রত্যাশিত।”

গত কয়েক বছরে ফোল্ডএবল আইফোনের গুজব বারবারই সামনে এসেছে। এর আগে টাচ সেন্সরসহ নমনীয় পর্দার পেটেন্টের জন্যও আবেদন করেছে অ্যাপল।

অ্যাপলের ফোল্ডএবল ডিভাইসটি বইয়ের মতো অর্ধেক করে ভাঁজ করা যাবে- পর্দার পেটেন্ট আবেদন থেকে এমন ধারণাই মেলে।

ভোক্তা জরিপের তথ্যানুসারে, এক তৃতীয়াংশের বেশি অ্যাপল গ্রাহক ফোল্ডএবল আইফোনের জন্য বাড়তি ৬০০ মার্কিন ডলার মূল্য দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

২০১৮ সালের শুরুতে নমনীয় কব্জা এবং কাপড়ের নকশার ফোল্ডএবল ফোনের পেটেন্টও করেছে অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar