ad720-90

আইসিটি খাতে বরাদ্দ বেড়েছে ১৮.৭ শতাংশ


বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিদায়ী অর্থবছরের মূল বাজেটে তথ্যপ্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল এক হাজার ৯৩০ কোটি টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়ায় ১ হাজার ১৯২ কোটি টাকা।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, সেন্টার ফর এক্সিলেন্স গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে রোবোটিক, ব্লক চেইন, ইন্টারনেট অব থিংস- আইওটি, বিগ ডেটা অ্যানালিটিকস, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, থ্রি-ডি পেইন্টিংসহ চতুর্থ শিল্প বিপ্লবের জন্য লাগসই প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেনেন্স বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে এ অর্থবছরে ৩৬ হাজার ২০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar