ad720-90

আইবিএম এর প্রথম পারসোনাল কম্পিউটার উন্মোচন


ডিএমপি ‍নিউজঃ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন (আইবিএম) কে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আইটি জায়ান্ট। বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই কোম্পানিটি তার কার্যক্রম পরিচালনা করছে। ১৯১১ সালে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে এর যাত্রা শুরু হয়। যা পরবর্তীতে ১৯২৪ সালে “ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস” বা আইবিএম হিসেবে বিশ্ব প্রযুক্তি দরবারে  আত্মপ্রকাশ করে।

বিশ্ব প্রযুক্তির উন্নয়নে আইবিএম এর অবদান অনস্বীকার্য। আইবিএম যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বানিজ্যিক প্যাটেন্টের অধিকারী। আইবিএম এর উল্লেখযোগ্য আবিষ্কারগুলো হলো অটোমেটেড টেলার মেশিন (এটিএম), ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক ড্রাইভ, ম্যাগনেটিক স্প্রিপ কার্ড ইত্যাদি।

বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারও কিন্তু আইবিএম এর তৈরি। এর নাম আইবিএম-১৬২০ সিরিজ। কম্পিউটার জগতে আইবিএমকে বলা হয় ”বিগ ব্লু”।

১৯৮১ সালের ইতিহাসে আজকের এই দিনে আইবিএম তার প্রথম পিসি (পারসোনাল কম্পিউটার) উন্মোচন করে। উক্ত পিসি এর মডেল ছিল ৫১৫০। তৎকালীন সময়ে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

আইবিএমের বর্তমান সিইও ভারতীয় বংশোদ্ভূত। তার নাম অরবিন্দ কৃষ্ণ। তিনি ১৯৯০ সালে আইবিএমে যোগ দেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar