ad720-90

মঙ্গলবারের বিশেষ ইভেন্টে কী আনছে অ্যাপল?


অ্যাপল জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার এই বিশেষ ইভেন্টটি আয়োজন করা হচ্ছে।

সাধারণত সেপ্টেম্বরের ইভেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যগুলো উন্মোচন করে থাকে প্রতিষ্ঠানটি। করোনাভাইরাস মহামারীর কারণে এবারে কিছুটা ভিন্নতা দেখা যাবে। নতুন সংস্করণের আইফোন উন্মোচনের ক্ষেত্রে অ্যাপল এবার আরও কিছুটা সময় নেবে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

সেপ্টেম্বর ইভেন্টে নতুন আইফোনের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ এবং আইপ্যাড উন্মোচন করে মার্কিন প্রতিষ্ঠানটি।

অ্যাপল জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার কুপার্টিনো ক্যাম্পাস থেকে ইভেন্টটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে লাইভ স্ট্রিম করা হবে।

সংবাদমাধ্যমের জন্য দেওয়া আমন্ত্রণ পত্রে প্রতিষ্ঠানটি রহস্য করে লিখেছে, “সময় উড়ে চলে।”

সাধারণত শত শত সাংবাদিকের উপস্থিতিতে অ্যাপল ক্যাম্পাসে নতুন পণ্য উন্মোচনের ইভেন্ট আয়োজন করে প্রতিষ্ঠানটি। করোনাভাইরাসের বাস্তবতায় এবার অনুষ্ঠানটি ভার্চুয়ালি আয়োজন করছে অ্যাপল।

প্রতিষ্ঠানটির বিপণন প্রধান ইভেন্টের একটি টিজার ভিডিও টুইট করেছেন। এতে উন্মোচনের তারিখটি দেখা গেছে অগমেন্টেড রিয়ালিটি ফরম্যাটে। এর থেকে ধারণা করা হচ্ছে অনুষ্ঠানটিতে ৩ডি নিয়ে কিছু থাকতে পারে।

এদিকে ইনভেস্টিং ডটকমের বিশ্লেষক হ্যারিস আনওয়ার বলেন, “আমি আশা করছি না ইভেন্টে উন্মোচনের অংশ হবে আইফোন ১২। প্রত্যাশিত ৫জি সমর্থন নিয়ে এতো বেশি আলোড়ন তৈরি হয়েছে যে, এখানে সময়টাই সব কিছু এবং এই বিলম্বের কারণে ক্ষতিগ্রস্থ হতে পারে প্র‌তিষ্ঠানটি।”

বিশ্লেষকদের ধারণা, নতুন আইফোন উন্মোচনের জন্য পরবর্তীতে আলাদা একটি ইভেন্ট আয়োজন করবে অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar