ad720-90

সামনের বছরই হারমোনি ওএস উন্মোচন করবে হুয়াওয়ে


বৃহস্পতিবার চীনের ডংগুয়ানে হুয়াওয়ের বার্ষিক সম্মেলনে স্মার্টফোনের অপারেটিং সিস্টেমটি নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের ভোক্তা বাণিজ্য বিভাগের প্রধান রিচার্ড ইউ।

এ বছরের ডিসেম্বরেই হারমোনি অপারেটিং সিস্টেমের একটি বেটা সংস্করণ উন্মোচনের পরিকল্পনা রয়েছে হুয়াওয়ের – প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা বলে গত বছর মে মাসে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে নিজেদের স্মার্টফোনে গুগল মোবাইল সার্ভিসেস (জিএমএস) ব্যবহার করতে পারছে না হুয়াওয়ে। অ্যান্ড্রয়েডের বেশিরভাগ অ্যাপই জিএমএস-এর ওপর নির্ভরশীল।

গুগলের সেবা ব্যবহার করতে না পেরেই নিজস্ব হারমোনি ওএসকে মোবাইল ফোনের জন্য আনার পরিকল্পনা করছে চীনা প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের হারমোনি ওএস-কে ঠিক অ্যান্ড্রয়েডের সঙ্গে না গুগলের ফুশিয়া অপারেটিংয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। হারমোনি ওএস-এর মতোই পরীক্ষামূলক ওএস হলো ফুশিয়া, যা বিভিন্ন ধরনের ডিভাইসে চলবে বলে ধারণা করা হচ্ছে।

বলা হচ্ছে, হারমোনি ওএস বানানো হয়েছে এমন একটি মাইক্রোকার্নেলের ওপর নির্ভর করে যাতে “কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও ভালোভাবে কাজে লাগানো যায় এবং অনেক প্ল্যাটফর্মে চলতে পারে।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar