ad720-90

শেষ হচ্ছে বিনামূল্যের ‘সীমাহীন’ গুগল মিট


এপ্রিল মাসেই গুগল জানিয়েছিলো, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সব গ্রাহকের জন্য সীমাহীন মিটিং সেবা উন্মুক্ত রাখা হবে। সম্ভবত সে পরিকল্পনামাফিকই এগোচ্ছে গুগল।

প্রযুক্তি সাইট ভার্জকে অবশ্য গুগলের এক মুখপাত্র গোপনীয়তার কৌশলমাফিক কোনো তথ্য প্রকাশ না করেই বলেছেন, “প্রচারে পরিবর্তন বা উন্নত ফিচারের মেয়াদ শেষ হওয়া নিয়ে আমাদের বলার কিছু নেই। যদি পরিবর্তন হয়, আমরা অবশ্যই জানাবো।”

বর্তমানে মিটে বিনামূল্যে ১০০ জন নিয়ে মিটিং শুরু করতে পারেন গুগল অ্যাকাউন্টধারী যে কোনো গ্রাহক। সময়সীমার ক্ষেত্রেও কোনো বাধ্যবাধ্যকতা নেই।

জি স্যুট এবং জি স্যুট ফর এডুকেশন গ্রাহকদের জন্যও উন্নত কিছু ফিচারের ইতি ঘটছে ৩০ সেপ্টেম্বর। মিটিংয়ে অংশগ্রহণকারীর সর্বোচ্চ সংখ্যা আড়াইশ’ জন, একটি ডোমেইনে এক লাখ গ্রাহকের সঙ্গে লাইভ স্ট্রিমিং এবং মিটিংয়ের রেকর্ড গুগল ড্রাইভে মজুদ করার মতো ফিচারগুলো আর জি স্যুট এবং জি স্যুট ফর এডুকেশন গ্রাহকদের জন্য।

সাধারণত এই ফিচারগুলো জি সুইটের ‘এন্টারপ্রাইজ’ গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই সেবার জন্য গ্রাহক প্রতি মাসিক ফি ২৫ মার্কিন ডলার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar