ad720-90

সাইবার হামলার শিকার যুক্তরাজ্যের ওয়াইজপে


ওয়াইজপে’র বরাত দিয়ে প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ওয়েবসাইটে হ্যাকিং চালিয়ে প্রতারণার পেইজের মাধ্যমে ২ থেকে ৫ অক্টোবরের মাধ্যমে গ্রাহকের লেনদন তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকার।

হ্যাকিংয়ের এই ঘটনায় আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যের প্রায় তিনশ’ স্কুলের লেনদেন ব্যবস্থা।

ওয়াইজপে দাবি করেছে, ব্যবস্থাটি বন্ধ করার আগে অল্প সংখ্যক শিক্ষার্থীর বাবা-মা এটি ব্যবহার করেছেন।

ওয়াইজপে ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড গ্রাজিয়ার বলেছেন “প্রকৃত অর্থে, প্ল্যাটফর্মের ছোট একটি অংশ আক্রান্ত হয়েছে।”

গত শুক্রবারই এই সাইবার হামলার শিকার হয়েছে ওয়াইজপে। সোমবার সকালের আগে এটি কারও নজরে আসেনি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

ওই মূহুর্তেই ওয়াইজপে ওয়েবসাইট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন গ্রাজিয়ার। এরপর ওয়েবসাইটটি আবারও চালু করা হয়েছে এবং এটি ব্যবহারের জন্য এখন নিরাপদ দাবি করেছে প্রতিষ্ঠানটি।

গ্রাজিয়ার বলেছেন, ব্যবস্থার ডেটাবেইজের একটি ত্রুটি বের করে একটি পেইজ বদলে দিয়েছেন হ্যাকার। ফলে গ্রাহক যখন পেমেন্টের জন্য ক্লিক করেছেন তাকে হ্যাকারের নিয়ন্ত্রণে থাকা একটি পেইজে নেওয়া হয়েছে।

প্রতারণার এই পেইজটি দেখতে একটি বৈধ পেমেন্ট পেইজের মতোই। যেসব গ্রাহক এই পেইজে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য প্রবেশ করিয়েছেন, সেগুলো সরাসরি হ্যাকারের কাছে চলে গিয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar