ad720-90

ভিভোর ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার নতুন স্মার্টফোন


ডিএমপি নিউজঃ নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। ভিভো ভি২০ মডেলের স্মার্টফোনটিতে প্রথমবারের মতো আই অটোফোকাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

এই স্মার্টফোনটিতে এজি গ্লাস, ডুয়েল ভিডিও ক্যামেরাসহ দারুণ কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে। রয়েছে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্মার্টফোনটির ‌র‌্যাম ও রম ৮ ও ১২৮ জিবির। এই স্মার্টফোনের দাম ৩২ হাজার ৯৯০ টাকা।

ভিভো ভি২০ এর থিকনেস মাত্র ৭ দশমিক ৩৮ মি.মি.। ডুয়েল ভিডিও ক্যামেরার কারণে এই স্মার্টফোনে একই সময়ে সামনে এবং পেছনের ক্যামেরায় ভিডিও করা যাবে। সামনের ভিডিও ক্যামেরায় রয়েছে স্লো মোশন প্রযুক্তি।

ভিভো ভি২০ এর ডিসপ্লেটি ৬ দশমিক ৪৪ ইঞ্চির-যাতে এজি গ্লাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়াও ৩৩ ওয়াট ফ্লাশ চার্জের এই ফোনে ৪০০০ এমএইচ ব্যাটারি যুক্ত করা হয়েছে।

ভিভো ভি২০ এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে। ক্যামেরাগুলো যথাক্রমে ৬৪, ৮ ও ২ এমপির। এবং সামনের ক্যামেরাটি ৪৪ এমপির অটোফোকাস যুক্ত। এছাড়া সুপার ওয়াইড অ্যাঙ্গেল নাইট মোড ও ট্রাইপোড নাইট মোডের কারণে গভীর অন্ধকারেও ভালো ছবি তোলা যাবে।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar