ad720-90

বাংলাদেশে এলো নতুন নকশার আউডি কিউ৭


আউডি’র দাবি, কিউ৭ এখন ‘আরও বড়, উন্নত, অসংখ্য নতুন প্রযুক্তি এবং বৈশিষ্ট্যসম্পন্ন’।

নতুন নকশাটি নকশাবিদরা আউডি ফ্ল্যাগশিপ মডেল এ৮এল এবং কিউ৮ এর আদলে করেছেন বলেও জানিয়েছে আউডি। নতুন কিউ৭-এ রয়েছে তিন লিটারের ভি৬ টার্বো চার্জড ইঞ্জিন ও মাইল্ড হাইব্রিড প্রযুক্তি। এর সর্বাধিক আউটপুট এসে দাঁড়িয়েছে ৩৪০ হর্স পাওয়ার এবং পাঁচশ’ নিউটন মিটার টর্ক।

এ ছাড়াও আউডি কিউ৭ মডেলের গাড়িটিতে রয়েছে ফোর হুইল ড্রাইভ কোয়াট্রোসহ ৮ স্পিড ট্রিপটোনিক ট্রান্সমিশন।

আউডি আরও জানিয়েছে –

১. আউডি কিউ৭ এ দুটি বড় টাচস্ক্রিন আছে যা সম্পূর্ণ কাস্টমাইজড হ্যাপটিক এবং অ্যাকুয়েস্টিক ফিডব্যাক  নিশ্চিত করবে।

২. গাড়িটির সামনের এবং পেছনের মেট্রিক্স এলইডি লাইট ঝকঝকে আলো দেবে।

৩. এতে রয়েছে রিয়ার টাচ স্ক্রিনের সঙ্গে ফোর জোন এয়ার কন্ডিশনিং।

৪. আউডি কিউ৭-এ আছে স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধ হওয়ার প্রযুক্তি ।

৫. আউডি কিউ৭-এর অ্যাডাপটিভ এয়ার সাসপেনশনে অফ রোড মোডসহ রয়েছে ছয়টি পরিবর্তনযোগ্য রাইড মোড।

গাড়িটিতে আরও রয়েছে ‘কনট্যুর লাইটিং প্যাকেজ’, ‘বোস থ্রিডি অ্যাডভান্সড সাউন্ড সিস্টেম’, ২০ ইঞ্চি অ্যালয়, ডার্ক টিনটেড গ্লাস, প্যানারোমিক গ্লাস সানরুফ এবং কমফোর্ট কি।

বাংলাদেশ আউডি ব্র্যান্ডের প্রতিনিধি প্রগেস মোটরস ইমপোর্টস লিমিটেড থেকে গাড়িটি কেনা যাবে। দাম শর্ত সাপেক্ষে পড়বে এক কোটি ৫৮ লাখ টাকা। । সব গাড়ি দুই থেকে পাঁচ বছরের জন্য সীমাহীন মাইলেজ ওয়ারেন্টিসহ আসবে এবং বিক্রয় পরবর্তী সব সেবা ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত আউডি সার্ভিস সরবরাহ করবে।

আউডি বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশে নতুন নকশার কিউ৭ গাড়িটির ভার্চুয়াল উদ্বোধনী আয়োজনে যোগ দিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন আউডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরাত খান, এবং বিপণন ব্যবস্থাপক শীতাল তাসলিম।

সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar
Windows 10 Kaufen Windows 10 Pro Office 2019 Kaufen Office 365 Lizenz Windows 10 Home Lizenz Office 2019 Home Business Kaufen Windows 10 Lisans Office 2019 Mac Satın Al