ad720-90

ইউরোপে ‘আতঙ্ক জাগানিয়া নারী’ ডেকেছেন প্রযুক্তি জায়ান্টদের


ডেনমার্কের এই রাজনীতিবিদ দুটি গুরুত্বপূর্ণ পদে আছেন- গোটা ইউরোপের জন্য বাজার প্রতিযোগিতা বিষয়ে শীর্ষ কর্মকর্তা তিনি, পাশাপাশি ইউরোপিয়ান কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি ‘এ ইউরোপ ফর দ্য ডিজিটাল এজ’ বিভাগের নেতৃত্ব দিচ্ছেন।

প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা কমানোর লক্ষ্যে খসড়া নীতিমালা নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা করতে সামনের সপ্তাহে প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷ আর এক্ষেত্রে তার ডান হাত হিসেবে কাজ করছেন টিয়েরি ব্রেটন, ইউরোপের অভ্যন্তরীণ বাজার কমিশনার।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রযুক্তি জায়ান্ট গুগল, অ্যাপল, অ্যামাজন এবং ফেইসবুক রয়েছে৷

রয়টার্সের প্রতিবেদন বলছে, প্রস্তাবিত নীতিমালা বাতিল করতে জোর চেষ্টা চালাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান ও অনলাইন প্ল্যাটফর্মগুলো৷ ভেস্টাগারের সঙ্গে ৯ ডিসেম্বর এই নীতিমালা আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন ব্রেটন৷

ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) এবং ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) নামে পরিচিত প্রস্তাবিত নীতিমালা নিয়ে ভিডিও কনফারেন্স হবে ২৪ নভেম্বর৷

সংশ্লিষ্ট সূত্র বলছে, কিছু প্রতিষ্ঠান মনে করছে কোনো কিছু বদলানোর জন্য আলোচনায় দেরী হয়ে গেছে৷

ডিএসএ অনুযায়ী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ব্যাখ্যা করতে হবে কীভাবে তাদের অ্যালগরিদম কাজ করে৷ পাশাপাশি নীতিনির্ধারক ও গবেষকদের কাছে বিজ্ঞাপনের আর্কাইভ উন্মুক্ত করতে হবে প্রতিষ্ঠানগুলোকে৷

প্রায় ২০টি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ব্রেটন৷ এর মধ্যে মাইক্রোসফট, বুকিং ডটকম, এক্সপেডিয়া, ট্রিভাগো, ডাকডাকগোর মতো প্রতিষ্ঠানও রয়েছে৷

আলোচনায় প্রধান নির্বাহী অংশ নেবেন নাকি জ্যেষ্ঠ কোনো নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হবে তা অবশ্য এখনও স্পষ্ট নয়৷

চূড়ান্ত খসড়া নীতিমালা বাস্তবায়ন করতে ইউরোপিয়ান ইউনিয়নের দেশ এবং ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিক্রিয়া জানতে হবে ব্রেটনকে৷ পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে এক বছর বা তার বেশি৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar