ad720-90

উইন্ডোজ ৭-এ ক্রোম সমর্থন মিলবে ২০২২ পর্যন্ত


গুগল জানিয়েছে, ২০২২ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত ক্রোমের সমর্থন পাবেন উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা। করোনাভাইরাস মহামারীর কারণে বহু ব্যবসায় ও আইটি টিম এ বছর বাসা-থেকে-কাজ, কর্মপরিবেশ পরিবর্তন ইত্যাদি নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সার্চ জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি বলছে, “কিছু পরিকল্পিত আইটি প্রকল্পকে হয়তো কিছুটা পিছিয়ে দিয়ে” আরও গুরুত্বপূর্ণ কিছু প্রকল্পকে সামনে নিয়ে আসতে হবে। উইন্ডোজ ৭ এক দশকের বেশি পুরোনো হলেও অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখনও অপারেটিং সিস্টেমটি ব্যবহার করে।

গুগলের ডেটা অনুসারে, উইন্ডোজ ব্যবহারকারী ব্যবসা প্রতিষ্ঠানের মাত্র ২২ শতাংশ উইন্ডোজ ৭ থেকে উইন্ডোজ ১০-এ এসেছে।

সমর্থনের সময় বাড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও কিছুদিন সময় দিল গুগল। এখন নিরাপত্তার ব্যাপারটি নিয়ে চিন্তিত না হয়ে ২০২২ সাল পর্যন্ত অপারেটিং সিস্টেম পরিবর্তনের সুযোগ পেলেন তারা।

এ বছরের জানুয়ারি মাসের ১৪ তারিখে মাইক্রোসফট নিজেই উইন্ডোজ ৭ এর সমর্থন বন্ধ করে দিয়েছে। তবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অর্থের বিনিময়ে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে তারা। এভাবে ২০২৩ সাল পর্যন্ত মাইক্রোসফটের সমর্থন পাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar