ad720-90

প্রথমবারের মতো ৫০ হাজার কোটি ডলারের মাইলফলক পেরোলো টেসলা


মঙ্গলবার দিন শেষে টেসলার শেয়ার মূল্য ৬.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫.৩৮ মার্কিন ডলারে।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি’র প্রতিবেদন বলছে, এ বছর টেসলার শেয়ার মূল্য বেড়েছে পাঁচগুণের বেশি।

জানুয়ারিতে, শেয়ার বাজার তালিকাভুক্ত মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেসলাই প্রথম ১০ হাজার ডলার বাজার মূল্যের মাইলফলক পার হয়েছিল।

অক্টোবরে তৃতীয় প্রান্তিকের আয় ঘোষণার মধ্য দিয়ে টানা পাঁচ প্রান্তিকে লাভের ঘরে থাকার কথা জানায় মার্কিন এ প্রতিষ্ঠানটি। বছরের তৃতীয় প্রান্তিকে টেসলার আয় হয়েছে আটশ’ ৭৭ কোটি মার্কিন ডলার। ওই প্রান্তিকে রেকর্ড এক লাখ ৩৯ হাজার তিনশ’ গাড়ি সরবরাহের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টেসলা বাজার মূল্যের দিক থেকে মাইলফলক পেরোনোর পাশাপাশি এ সপ্তাহেই মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছেন টেসলা প্রধান মাস্ক।

সোমবার মাস্কের সম্পদ সাতশ’ ২০ কোটি মার্কিন ডলার বেড়ে ১২ হাজার আটশ’ কোটি ডলারের ঘরে পৌঁছেছে। বর্তমানে এই তালিকায় মাস্কের সামনে শুধু রয়েছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar