ad720-90

‘কিউডি-ওএলইডি’ পর্দা প্রশ্নে পরীক্ষায় নামছে স্যামসাং


নিজেদের উৎপাদন লাইনটির নাম ‘কিউ১’ রেখেছে স্যামসাং ডিসপ্লে। মূলত কিউ১ -এর অধীনে ‘কিউডি-ওএলইডি’ প্যানেল তৈরি করবে প্রতিষ্ঠানটি। জুলাই মাসেই কিউডি-ওএলইডি পর্দা বানানোর প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেছে তারা।

ওই সময় স্যামসাং ডিসপ্লে জানিয়েছিল, বছরের শেষ নাগাদ উৎপাদন লাইন তৈরির কাজ শেষ হয়ে যাবে, আর ২০২১ সাল থেকেই বড় মাপে উৎপাদন শুরু হবে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও জানিয়েছে, হিসেবে ‘কিউ১’ স্যামসাং ডিসপ্লের ৮.৫ তম প্রজন্মের উৎপাদন লাইন।

টাইমস নাও –এর প্রতিবেদন বলছে, স্মার্টফোনের ছোট আকারের ওএলইডি পর্দা খাতে স্যামসাং ডিসপ্লে আধিপত্য বিস্তারি অবস্থানে থাকলেও, বড় প্যানেলের বেলায় সুবিধাজনক অবস্থানে নেই প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের ‘লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে’ (এলসিডি) ব্যবসা বাজারে বিপাকে পড়েছে চীনা প্রতিদ্বন্দ্বী বিওই-এর মতো প্রতিষ্ঠানের কাছে। অন্যদিকে, এখন পর্যন্ত একাই বড় মাপের ওএলইডি প্যানেল তৈরি করে যাচ্ছে এলজি ডিসপ্লে।

সামনে ওএলইডি প্যানেল খাত কতোটা এগোবে তা অনেকটাই নির্ভর করবে স্যামসাং ডিসপ্লে’র কিউডি-ওএলইডি পর্দার সাফল্যের উপর।

ডিসেম্বর থেকে স্যামসাংয়ের তিন মাস সময় লাগবে উৎপাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ঠিকমতো নিতে। আর প্রায় ছয় মাস লাগবে উৎপন্ন পণ্যের হার স্থিতিশীল করতে। স্যামসাং ডিসপ্লে কিউডি-ওএলইডি খাতে আরও বিনিয়োগ করবে কি না, তা জানা যাবে ২০২১ সালের মে মাসে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar