ad720-90

ডেভেলপারদের জন্য ক্লাউডে ম্যাকওএস আনছে অ্যামাজন


সেবাটি ‘অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (ইসি২) ইনস্ট্যান্সেস’ নামে পরিচিত। এটি ম্যাক মিনি কম্পিউটারে চলবে এবং ডেভেলপারদেরকে আইফোন, আইপ্যাড, মাক, অ্যাপল ওয়াচ, অ্যাপল টিভি এবং সাফারির জন্য অ্যাপ তৈরি করতে দেবে।

রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সোমবার ক্লাউডে ম্যাকওএস আনার খবর জানিয়েছে অ্যামাজন। এর আগে উইন্ডোজ ও লিনাক্সের জন্য ‘ইসি২ ইনস্ট্যান্সেস’ সেবা নিয়ে এসেছিল অ্যামাজন।

ইসি২ ম্যাক ইন্সট্যান্সেস-এর জন্য ইনটেল অষ্টম প্রজন্মের ৩.২ গিগাহার্টজের কোরআই ৭ প্রসসরের ম্যাক মিনি বেছে নিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিইউএস)।

“ইসি২ ম্যাক ইন্সট্যান্সেসের সহায়তায় ডেভেলপাররা অ্যাপলের শিল্প-নেতৃত্বাধীন প্ল্যাটফর্মের জন্য উদ্ভাবনী অ্যাপ তৈরিতে মনোযোগী হতে পারবেন, অন্তর্নিহিত অবকাঠামো খতিয়ে দেখা ও ব্যবস্থাপনা করা ছাড়াই।” – বলেছেন এডব্লিইউএস-এর ইসি২ বিভাগের প্রেসিডেন্ট ডেভিড ব্রাউন।

সামনে অ্যাপলের এম১ চিপ সম্বলিত ডিভাইসে ক্লাউড সমর্থন আনতে কাজ চলছে বলে জানিয়েছে অ্যামাজন।

২০২১ সালে প্রকল্পটি উন্মোচনের পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেছে রয়টার্স।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar