ad720-90

নতুন বছরে তিন ধাঁচের ফোল্ডএবল ফোন আনতে পারে স্যামসাং


ওলেড গবেষণা প্রতিষ্ঠান ইউবিআই রিসার্চের বরাত দিয়ে প্রতিবেদনে প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট জানিয়েছে, নতুন ফোল্ডএবল স্মার্টফোনগুলোর নাম হতে পারে গ্যালাক্সি জেড ফ্লিপ ২, গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ লাইট। তিনটি মডেলেই অত্যন্ত পাতলা কাঁচের ঢাকনা ব্যবহার করবে স্যামসাং।

গ্যালাক্সি জেড ফ্লিপ ২ ডিভাইসের ভেতরে ৬.৭ ইঞ্চি পর্দা এবং বাইরে তিন ইঞ্চি পর্দা রাখতে পারে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি।

চলতি বছরের শুরুতে বাজারে আসা গ্যালাক্সি জেড ফ্লিপের মতোই নতুন জেড ফ্লিপ ২-এর মধ্যেও একই মাপের পর্দা থাকবে। তবে, বাইরের পর্দার মাপ ১.১ ইঞ্চি থেকে বাড়িয়ে ৩ ইঞ্চি করতে পারে স্যামসাং।

অন্যদিকে, জেড ফ্লিপ লাইটেও গ্যালাক্সি জেড ফ্লিপ ২-এর মতো একই মাপের পর্দা রাখতে পারে প্রতিষ্ঠানটি। তবে, দাম কমানোর জন্য ডিভাইসটির অভ্যন্তরীণ হার্ডওয়্যারে পরিবর্তন আনা হতে পারে।

নতুন জেড ফোল্ড ৩ ডিভাইসে এস পেন সমর্থন থাকতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে সিনেট।

আগের গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ডিভাইসে বাইরে ৬.২ ইঞ্চি এবং ভেতরে ৭.৬ ইঞ্চি পর্দা রেখেছিলো স্যামসাং।

গ্যালাক্সি ফোল্ড এবং গ্যালাক্সি জেড ফ্লিপের পর স্যামসাংয়ের তৃতীয় ফোল্ডএবল স্মার্টফোন হলো গ্যালাক্সি জেড ফোল্ড ২।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar