ad720-90

যুক্তরাষ্ট্রে সাইবার হামলার শিকার ফক্সকন


এক বিবৃতিতে তাইওয়ান স্টক এক্সচেঞ্জকে ফক্সকন জানিয়েছে, আক্রান্ত কারখানায় তথ্য সুরক্ষা পর্যায়ে আপগ্রেড শেষ হয়েছে।

তাইওয়ানিজ প্রতিষ্ঠানটির বরাত দিয়ে প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ফক্সকনের কার্যক্রমে র‍্যানসমওয়্যারের প্রভাব সীমিত ছিল।

র‍্যানসমওয়্যার হামলা এমন এক ধরনের সাইবার হামলা, যেখানে আক্রান্ত ব্যবস্থা লক করে দেয় হামলাকারী৷ এতে কম্পিউটার ব্যবস্থা ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে৷ পরবর্তীতে আক্রান্ত ব্যবস্থা ঠিক করে দিতে মুক্তিপণ দাবি করেন হামলাকারী৷

ফক্সকনের ঘটনায় হামলাকারী মুক্তিপণ দাবি করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে সংবাদ সাইট ব্লিপিং কম্পিউটার আরেক প্রতিবেদনে জানিয়েছে, থ্যাংকসগিভিংয়ের সাপ্তাহিক ছুটিতে মেক্সিকোতে র‍্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে ফক্সকনের কারখানা। এ ঘটনায় বিটকয়েনের মাধ্যমে তিন কোটি ৪০ লাখ মার্কিন ডলার মুক্তিপণও চেয়েছে হামলাকারী।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar