ad720-90

জন্মহার বাড়াতে এআইয়ের মাধ্যমে সঙ্গী মেলাবে জাপান


গত বছর জাপানে শিশু জন্মেছে আট লাখ ৬৫ হাজারেরও কম, যা দেশটির রেকর্ড সর্বনিম্ন। বিশ্বের সর্বনিম্ন উর্বরতা হার বদলাতে অনেক দিন ধরেই পথ খুঁজছে দেশটি।

এআই প্রযুক্তির ব্যবহারে নজর দেওয়া দেশটির নতুন প্রচেষ্টাগুলোর একটি।

শিশু জন্মহার বাড়াতে আগামী বছর স্থানীয় কর্তৃপক্ষকে এক কোটি ৯০ লাখ ডলারের তহবিল দেওয়ার পরিকল্পনা করছে জাপান সরকার।

দেশটিতে ইতোমধ্যেই সঙ্গী খুঁজে দেওয়ার অনেকগুলো প্রচলিত ধারার সেবা রয়েছে। আরও ভালো ফলাফল দিতে কেউ কেউ আবার এআইয়ের ব্যবহারও শুরু করেছে।

দেশটির কিছু এআই ব্যবস্থায় শুধু আয় এবং বয়স এই দুইটি শ্রেণি বিবেচনায় সঙ্গী খুঁজে দেওয়া হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, আরও খরুচে উন্নত ব্যবস্থা ব্যবহারে কর্তৃপক্ষকে সহায়তা করতেই তহবিল দেওয়ার পরিকল্পনা করছে জাপান সরকার। এই উন্নত ব্যবস্থায় সঙ্গী মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে শখ এবং মূল্যায়নের মতো বিষয়গুলোও বিবেচনায় রাখা হবে।

এক ক্যাবিনেট কর্মকর্তা বলেছেন, “এইআয়ের মাধ্যমে সঙ্গী মিলিয়ে দেওয়ার প্রকল্প শুরু করেছে বা করতে যাচ্ছে এমন স্থানীয় সরকারকে আমরা তহবিল দেওয়ার পরিকল্পনা করছি। আমরা আশা করছি, এই সমর্থনের মাধ্যমে জাতীর জন্মহার কমার বিষয়টি বদলাবে।”

২০১৭ সালে জাপানের জনসংখ্যা ছিলো ১২ কোটি ৮০ লাখ। এই শতাব্ধীর শেষে এই সংখ্যা পাঁচ কোটি ৩০ লাখের নিচে নেমে আসতে পারে বলে শঙ্কা রয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar