ad720-90

‘এয়ারপডস ম্যাক্স’ নিয়ে এলো অ্যাপল


ডিসেম্বরের ১৪ তারিখ অ্যাপলের ফিটনেস সাবস্ক্রিপশন ‘অ্যাপল ফিটনেস প্লাস’ এর সেবা শুরু হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের বরাত দিয়ে রয়টার্স উল্লেখ করেছে, অ্যাপলের ফিটনেস সাবস্ক্রিপশন সেবা পেতে মাসে দশ ডলার খরচ করতে হবে।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, স্পেস গ্রে, সিলভার, আকাশী নীল, সবুজ এবং গোলাপী, মোট পাঁচটি রংয়ে বাজারে নামছে অ্যাপলের এয়ারপডস ম্যাক্স, প্রতিটিতে রয়েছে বিশেষ সুবিধা।

অ্যাপল এ বিশেষ সুবিধার ফিচারটিকে ‘কাস্টম অ্যাকোস্টিক ডিজাইন’ বলছে। প্রতিষ্ঠানটির ভাষ্যে, এতে রয়েছে ৪০ মিলিমিটার ড্রাইভার প্রক্রিয়া যা “উন্নত, গভীর বেজ, যথার্থ মিড রেঞ্জ, উচ্চ তরঙ্গের পরিষ্কার এক্সটেনশন দেয় যাতে প্রতিটি নোট শোনা যায়।”

‘অ্যাডাপটিভ ইকিউ’, ‘ট্রান্সপারেন্সি মোড’, ‘অডিও শেয়ারিং’, ‘স্পেইশাল অডিও’ নামের অনেক ফিচারেরও দেখা মিলবে অ্যাপলের এ ওভার-ইয়ার এয়ারপডসে। এমনকি অ্যাপল ওয়াচের সঙ্গে জুড়ে নেওয়ার জন্যও ফিচার থাকছে। ওই ফিচারটির নাম ‘ডিজিটাল ক্রাউন’।

অ্যাপল বলছে, এর সাহায্যে “সুনির্দিষ্ট ভলিউম নিয়ন্ত্রণ এবং অডিও থামানো বা চালানো যাবে, ট্র্যাক বাদ দেওয়া যাবে, ফোন কলের উত্তর দেওয়া যাবে বা কেটে দেওয়া যাবে এবং সিরিকে সক্রিয় করা যাবে।”

ডিসেম্বরের ১৫ তারিখ থেকে বিক্রি শুরু হবে হেডফোনটির। বর্তমানে ডিভাইসটির অর্ডার নিচ্ছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar