ad720-90

ট্রিপঅ্যাডভাইজর’সহ শতাধিক অ্যাপ মুছলো চীন


প্রতিবেদনে রয়টার্স বলেছে, পর্নোগ্রাফি, পতিতাবৃত্তি, জুয়া এবং সহিংসতা সংশ্লিষ্ট কনটেন্ট ছড়ায় এরকম অ্যাপ সরিয়ে দেওয়া হচ্ছে ওই উদ্যোগের আওতায়।

‘সাইবারস্পেস অ্যাডমিনস্ট্রেশন অফ চায়না’ নিজ ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, সরিয়ে দেওয়া অ্যাপগুলো তিন সাইবার আইনের একটি বা একাধিক ভেঙেছে। তবে, প্রত্যেকটি অ্যাপ সরানোর পেছনের কোনো সুনির্দিষ্ট কারণ দেয়নি তারা।

মন্তব্যের জন্য ট্রিপঅ্যাডভাইজরের বেইজিং কার্যালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। কিন্তু, কোনো উত্তর মেলেনি।

আপত্তিকর কনটেন্ট প্রশ্নে জনসাধারণের দৃঢ় প্রতিক্রিয়ার উত্তরে নভেম্বরের পাঁচ তারিখ থেকে প্রচারণা শুরু করেছে চীনের কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, অ্যাপ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং সময় মেনে আইন ভঙ্গকারী অ্যাপ সরানো হবে।

চীন কড়াভাবে সাইবারস্পেস নিয়ন্ত্রণ করে থাকে। এজন্য দেশি এবং বিদেশি প্রতিষ্ঠানের অ্যাপকে শাস্তি দেওয়ার প্রথাও অস্বাভাবিক নয়।     





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar