ad720-90

ইইউ ওষুধ নীতিনির্ধারক সংস্থায় সাইবার হামলায় তথ্য ফাঁস


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, তৃতীয় পক্ষের সীমিত সংখ্যক নথিতে অবৈধ অনুপ্রবেশ হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছে ইএমএ।

গত বুধবার সাইবার হামলার বিষয়টি প্রকাশ করলেও বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইএমএ। তবে, ফাইজার এবং বায়োএনটেক দাবি করেছিলো, কোভিড-১৯ টিকার উন্নয়ন বিষয়ে প্রতিষ্ঠানের নথিতে “অবৈধ অনুপ্রবেশ” ঘটেছে।

অন্যদিকে, ‘ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি’ (ইএমএ) জানিয়েছে, মূল সাইবার হামলার কয়েক ঘণ্টা আগে ঘটেছে ওই ঘটনা।

শুক্রবার ইএমএ জানিয়েছে, ভুক্তভোগী প্রতিষ্ঠানকে হামলার বিষয়টি জানানো হয়েছে । তবে, ওই প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেনি নীতিনির্ধারক সংস্থাটি।

সাইবার হামলার এই ঘটনায় কোভিড-১৯ টিকা এবং চিকিৎসার যাচাই এবং অনুমোদন কার্যক্রম ও সময়সীমায় কোনো প্রভাব পড়েনি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

ফাইজার এবং বায়োএনটেক ধারণা করছে, ট্রায়ালে অংশগ্রহণকারীর কোনো ব্যক্তিগত ডেটা এখন পর্যন্ত খোয়া যায়নি। প্রতিষ্ঠান দুটি আরও বলছে, ইএমএ তাদের আশ্বস্ত করেছে, “সাইবার আক্রমণের কারণে পর্যালোচনার সময়সীমায় কোনো প্রভাব পড়বে না।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar