ad720-90

টিকটক প্রতিদ্বন্দ্বী ‘ডাবসম্যাশ’কে কিনছে রেডিট


রেডিটের এক মুখপাত্র জানিয়েছেন, নগদ এবং স্টকের সমসন্বয়ে সম্পন্ন হবে মালিকানা হাতবদল। টিকটকের সফলতার পর ছোট ভিডিও সেবা আনতে হুমড়ি খেয়ে পড়েছে অন্যান্য সামাজিক মাধ্যম। এরই মধ্যে স্ন্যাপচ্যাট নিয়ে এসেছে নিজেদের সেবা ‘স্পটলাইট’।

অন্যদিকে, ফেইসবুক নভেম্বরেই নিয়ে এসেছে নিজেদের ছোট ভিডিও সেবা ‘ইনস্টাগ্রাম রিলস’। রেডিট এক ব্লগ পোস্টে জানিয়েছে, মালিকানা হাতবদল চুক্তিটি তাদের ব্যবহারকারীদের ডাবসম্যাশের সম্পাদনা ও ছোট-ভিডিও তৈরির টুলে প্রবেশাধিকার দেবে।

ডাবসম্যাশকে নতুন করে নামকরণ করবে না রেডিট। রয়টার্স উল্লেখ করেছে, আগের মতোই নিজ প্ল্যাটফর্ম ও ব্র্যান্ড নিয়েই চলবে ডাবসম্যাশ। প্রতিষ্ঠানটির পুরো দল, সহ-প্রতিষ্ঠাতা সুচিত দাস, জোনাস ড্রাপেল এবং টিম স্পেকট রেডিটে যোগ দেবেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar