ad720-90

ডেস্কটপ ওয়েব সার্চে ‘ডার্ক মোড’ পরীক্ষা করছে গুগল


খুব স্বল্প সময়ের জন্য গুগলের ওই পরীক্ষাটি ব্যবহারকারীদের চোখে ধরা পড়েছিল। ইন্টারনেটে পথম পাতা খ্যাত সামাজিক মাধ্যম রেডিটে ‘পিক্সেল৩এএক্সএল’ নামের এক ব্যবহারকারী জানিয়েছেন, ডার্ক থিম পরীক্ষায় মূল হোমপেইজে কোনো প্রভাব পড়েনি। ফায়ারফক্সের মতো তৃতীয় পক্ষের ব্রাউজারে ঠিকমতো কাজ করেছে থিমটি।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, দেখতে অনেকটা একইরকম ছিল ডার্ক থিম। পরীক্ষাটি দেখা সম্ভব হলে, ব্যবহারকারীরা কালো ধূসর আবহে সাদা গুগল লোগো এবং নীল রংয়ের বাটন দেখতে পেতেন। এ ব্যাপারে গুগলকে মন্তব্য করতে অনুরোধ করেছে এনগ্যাজেট, যদিও এতে কোনো সাড়া মেলেনি সার্চ জায়ান্টের পক্ষ থেকে।

গুগল আরও বড় পরিসরে পরীক্ষাটি কবে নাগাদ চালাবে, সে ব্যাপারটি এখনও পরিষ্কার নয়। এরই মধ্যে ম্যাকওএস এবং উইন্ডোজ ১০-এ ‘ডার্ক থিম’ চলে এসেছে। গুগল ক্রোম ব্রাউজারও একক ওয়েবসাইটের জন্য ডার্ক মোড সমর্থন করে। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar