ad720-90

‘রিকনফিগারএবল’ কিবোর্ডের নকশায় অ্যাপল


অ্যাপলবিষয়ক খবরের সাইট ম্যাকরিউমার্সের প্রতিবেদন বলছে, সম্প্রতি ‘ইলেকট্রনিকস ডিভাইসেস হ্যাভিং কিস উইথ কোহেরেন্ট ফাইবার বান্ডলস’ নামে একটি পেটেন্ট আবেদন করেছে অ্যাপল এবং এটির অনুমোদন দিয়েছে মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস। চলতি বছর এটিই অ্যাপলের সর্বশেষ পেটেন্ট।

পেটেন্টের সঙ্গে দেওয়া ছবিতে দেখা গেছে, ল্যাপটপ বা ডেস্কটপ কমিম্পিউটারের কিবোর্ড দুই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে অ্যাপলের নতুন এই প্রযুক্তি।

আগের মতো প্রচলিত আকারের কি থাকছে এই কিবোর্ডে। তবে, এর প্রতিটি কি-তে অক্ষর বা সংকেত প্রিন্ট করার বদলে ছোট একটি পর্দা বসিয়ে দেবে অ্যাপল। চাহিদা মতো কি-গুলো নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন গ্রাহক।

এই কিগুলোর ক্ষেত্রে খবু বেশি রেজুলিউশানের পর্দা ব্যবহার করা হবে না বলেই ধারণা করা হচ্ছে। রিকনফিগারএবল এই কিবোর্ডের লক্ষ্য, গ্রাহকের কাজের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন লেআউট দেওয়া।

এমন বহু পেটেন্ট রয়েছে অ্যাপলের যার বাস্তবিক প্রয়োগ দেখা যায়নি। এই কিবোর্ডের ক্ষেত্রে কী হতে যাচ্ছে তা এখনও নিশ্চিত নয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar