ad720-90

সাত নকশার ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট শাওমির


স্মার্টফোনের পর্দার মাপ বাড়াতে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে অনেক বছর ধরে৷ সম্প্রতি এই প্রতিযোগিতায় নতুন মোড় এনেছে ফোল্ডএবল ডিভাইস৷ ইতোমধ্যে ফোল্ডএবল স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং, হুয়াওয়ে এবং মোটোরলাসহ আরও কিছু প্রতিষ্ঠান৷

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ১ জানুয়ারি প্রকাশ পেয়েছে শাওমির এই পেটেন্ট৷ সর্বমোট সাতটি ফোল্ডএবল স্মার্টফোনের নকশা দেখা গেছে এতে৷ এর মধ্যে তিনটিতে দেখা গেছে ক্ল্যামশেল নকশা৷

ক্ল্যামশেল ফোল্ডএবলের পাশাপাশি বড় পর্দার চারটি ফোল্ডএবল স্মার্টফোনের নকশা দেখা গেছে শাওমির পেটেন্টে৷ ভাঁজ খুললে ট্যাবলেটে রূপ নেয় এই ডিভাইসগুলো৷

এই চারটি নকশার সবগুলো ‘গ্যালাক্সি জেড ফোল্ড ২’-এর মতো৷ এই নকশাগুলোর মধ্যে পার্থক্য খুব সামান্য৷

এর আগে কোয়াড ক্যামেরা ব্যবস্থার একটি ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট আবেদন করেছে শাওমি৷ ক্যামেরা মডিউলটি ঘুরিয়ে সেলফি বা মূল ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে ডিভাইসটিতে

ভেতরের দিকে বাঁকানো যাবে চীনে এমন একটি নকশার জন্যও পেটেন্ট আবেদন করেছে শাওমি৷ স্মার্টফোনটি দেখাতে ৪৮টি ছবিও পোস্ট করেছে প্রতিষ্ঠানটি৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar