ad720-90

(গার্মেন্টস-ep12) গার্মেন্টস লেবেল কত প্রকার ও কি কি ?


লেবেল, লেবেল এমন একটি জিনিস যেটা না থাকলে কোন কিছুই জাত করা যায় না বিভিন্ন ধরনের লেবেল থাকতে পারে ৷ তবে লেবেল প্রধানত দুই প্রকার।

যথাঃ

১.মেইন লেবেল

২. সাব লেবেল

সাব লেবেলকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়।

যথাঃ

 

১. সাইজ লেবেল

২. কেয়ার লেবেল

৩. কম্পোজ লেবেল

৪. প্রাইজ লেবেল

 

মেইন লেবেলঃ যে লেবেলে সাধারণত প্রতিষ্ঠানের নাম বা নিজস্ব  নাম বড় করে লেখা থাকে, তাকে মেইন লেবেল বলা হয়।

সাইজ লেভেলঃ যে লেভেলে পোশাকের সাইজ লেখা থাকে তাকে সাইজ লেবেল বলে ।

যেমনঃ xs, S, M, L, xL, 2XL, 32, 34, 36c, 32m, 34m, 4y, 90C, 90B, ইত্যাদি ধরনের লেখা থাকে।

 

কেয়ার লেবেলঃ এই লেবেলে পোশাকের গুণাগুণ এবং ব্যবহার সম্বন্ধে লেখা থাকে।

কম্পোজ  লেবেলঃ এই লেবেল সংযুক্ত অবস্থায় থাকে তাই একে কম্পোজ লেবেল বলে। যেমনঃ মেইন লেবেল , কেয়ার ও সাইজ লেবেল একটি মাত্র লেবেলেই থাকে।

 

প্রাইজ লেবেলঃ এই জাতীয় লেবেল সাধারণত পোশাকের মুল্য কত শুধু সেইটাই লেখা থাকে।

এছাড়াও বায়ারের কিছু নিজস্ব অন্য কোনো লেবেল থাকতে পারে।

যেমনঃ

  • ব্যাজ লেবেল 
  • ফায়ার লেবেল
  • লগো লেবেল

ইত্যাদি ইত্যাদি ৷

তাহলে আজ আমরা শিখলাম লেবেল সম্পর্কে ৷ 

লেবেল সমন্ধে কোন প্রশ্ন থাকলে করতে পারেন ৷

খোদা হাফেজ ৷ 

 





সর্বপ্রথম প্রকাশিত

office 2019 lizenz kaufen

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar