ad720-90

নদীতে ভেসে যাওয়া সাইক্লিস্টকে বাঁচালো অ্যাপল ওয়াচ


বিবিসি’র প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার যুক্তরাজ্যের হেয়ারফোর্ডের রদারওয়াজের উত্তাল রিভার ওয়াইতে পড়ে যান ওই সাইক্লিস্ট। স্রোতে প্রায় এক মাইল দূরে গিয়ে একটি গাছের ডাল ধরতে সক্ষম হন তিনি। সেখান থেকে তিনি সহায়তার জন্য অগ্নি নির্বাপন বাহিনীর সঙ্গে কথা বলেন।

স্টেশন কমান্ডার শন বেইলি বলেছেন, তিনি “ভাগ্যবান” যে ওই ডালটি ধরতে পেরেছেন। “আমরা আশ্চর্য হয়েছি যে, তিনি শেষ পর্যন্ত ডালটি ধরে রাখতে পেরেছেন।”

বেইলি আরও বলেছেন ওই সাইক্লিস্টকে দেখতে পেয়েছিলেন পথচারী। উদ্ধারকারী বাহিনী পথচারীর কাছ থেকে তার অবস্থান জানতে পেরেছেন।

“ওই স্থানে পৌঁছানোর পরও তাকে খুঁজে বের করে উদ্ধার করতে এবং নিরাপদে ফিরিয়ে আনতে আমাদের ২০ মিনিট সময় লেগেছে,” যোগ করেন বেইলি।

বেইলি আরও বলেছেন, “গাছের ডাল ধরে থাকাকালীন অ্যাপল ওয়াচ থেকে আমাদের অগ্নি নির্বাপন বাহিনীর সঙ্গে কথা বলেছেন তিনি, যা তাকে দ্রুত উদ্ধার করতে আমাদেরকে সহায়তা করেছে।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar