ad720-90

নতুন আইফোনে পর্দাতেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার


ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, নতুন আইফোনে স্যামসাং গ্যালাক্সি এস২১-এর কিছু ফিচারও যোগ করতে পারে অ্যাপল।

অ্যাপলের সাবেক এক কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পর্দার ভেতরে বসানোর অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। আলট্রাসনিক সমাধানের চেয়ে এই এই অপটিক্যাল সেন্সর আরও নির্ভরযোগ্য হতে পারে বলেও দাবি করেছেন ওই কর্মী।

খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়োও সম্প্রতি দাবি করেছেন, পর্দার ভেতরের অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি এবং নতুন আইফোন ১৩ সিরিজেই এই প্রযুক্তি দেখা যেতে পারে।

নতুন আইফোনেও আইফোন ১২ সিরিজের মডেলগুলোর ওপর ভিত্তি করেই তৈরি করতে পারে অ্যাপল৷ ৫.৪ ইঞ্চি পর্দার আইফোন ১৩ মিনি, ৬.১ ইঞ্চি আইফোন ১৩ ও আইফোন ১৩ প্রো এবং ৬.৭ ইঞ্চি আইফোন ১৩ প্রো ম্যাক্স৷

এর আগে কুয়ো বলেছেন, আইফোন ১৩ এর দুইটি হাই-এন্ড আইফোন মডেলের আল্ট্রা-ওয়াইড লেন্সে লক্ষ্যণীয় পরিবর্তন দেখা যাবে৷ অটোফোকাসসহ এই লেন্সটি হবে এফ/১.৮, ৬পি৷

বর্তমান সব আইফোন ১২ মডেলে এফ/২.৪, ৫পি আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে, নেই অটোফোকাস৷

এ ছাড়াও বার্কলেইস বিশ্লেষক জানিয়েছেন, আইফোন ১৩ বা প্রো মডেলে ওয়াই-ফাই ৬ই ব্যবহার করতে পারে অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar