ad720-90

রোলএবল এবং স্লাইডএবল পর্দায় নজর স্যামস্যাংয়ের


প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, চলতি বছরই প্রতিষ্ঠানের প্রথম রোলএবল এবং স্লাইডএবল পর্দা বাজারে আসবে বলে নিশ্চিত করেছেন স্যামসাং ডিসপ্লে’র জেষ্ঠ্য ভাইস-প্রেসিডেন্ট কেওন-ইয়ং চই৷ স্যামসাংয়ের মোবাইল বিভাগই প্রথম এই পর্দা ব্যবহার করবে বলেও ধারণা করা হচ্ছে৷

রোলএবল ডিভাইসের ধারণাতে দেখা গেছে ডিভাইসটি সংকুচিত করলে পেছনের প্যানেল ও পর্দা ফোনের ভেতর ঢুকে যায়৷

পর্দা বিস্তৃত এবং সংকুচিত করতে ডিভাইসে বৈদ্যুতিক মোটর ব্যবহার করতে পারে স্যামসাং৷

এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্মার্টফোনের জন্য কম শক্তি খরুচে ওলেড প্যানেলে বানানো হয়েছে৷ আগের প্যানেলের চেয়ে নতুন ওলেড প্যানেল ১৬ শতাংশ পর্যন্ত কম শক্তি খরচ করে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি৷

ইতোমধ্যেই গ্যালাক্সি এস২১ আলট্রা ডিভাইসে নতুন ওলেড প্যানেল ব্যবহার করেছে স্যামসাং৷ চলতি মাসের শুরুতেই নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি৷

আলাদা আলোর উৎস দরকার হয় না ওলেড পর্দার। নিজে নিজে উজ্জ্বল হতে পারে এমন অর্গানিক উপাদানের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করে রঙ উৎপাদন করে এই পর্দাগুলো।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar