ad720-90

মুছে ফেলুন ছবির সব তথ্য, ভেরিফাই করুন যেকোন একাউন্ট


আসসালামু আলাইকুম Everyone,
আমরা অনেকেই হয়তো Facebook, Paypal, Upwork, ইত্যাদি জায়গাতে ভেরিফাই করতে বিভিনন্ন ডকুমেন্ট যেমন Nid, bill, Bank statmant, ইত্যাদি Photoshop বা Picsart দিয়ে ইডিট করে সাবমিট দিই।

কিন্তু আপনি জানেন কি?

আপনার আডিট করা ছবিটাতে আপনি কোন App বা Software দিয়ে ইডিট করেছেন, কবে করেছেন, তার সব তথ্য লিখা থাকে। যার কারণে কিছু সিস্টেম অটোমেটিক ডিটেক্ট করে আপনার সাবমিশন বাতিল করে দেয়। তবে এটা সবসময় হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে।
আজকে আমি দেখাবো কিভাবে আপনি নিজে নিজেই ছবির এই তথ্যটা দেখবেন এবং সেটা রিমুভ করবেন।

যেভাবে দেখবেন ছবির গোপন তথ্য
ছবির ডেটা দেখার বিভিন্ন উপায় আছে, যেমন আপনি যদি PC দিয়ে যেকোন ছবির Properties এ যান, তবে সেটা দেখা যায়।

আর সবচেয়ে সহজ উপায় হলো online এ দেখা।
যেমন, উদাহরণস্বরূপ, আমি ফটোশপে একটা ডকুমেন্ট ইডিট করা একটা ডকুমেন্টের এটার ডেটা চেক করি চলুন,

এই লিংকে গিয়ে ছবিটা আপলোড করলে http://zorexid.ml/id/imagedata-view

দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্টভাবে ফটোশপের নাম লিখা আছে। এমনকি কবে এটা ইডিট করা হয়েছে সেটাও লিখা আছে! এরকমভাবে যে Software দিয়েই ইডিট করেন না কেন, সেটার নাম ছবির ডেটাতে যুক্ত হয় যায়।

ছবির সকল তথ্য রিমুভ করবেন যেভাবে
প্রথমে zorexid.ml এ গিয়ে Delete Image Data তে ক্লিক করবো।


এবার আপনার ছবিটা এখানে আপলোড করে দিয়ে Remove Data তে ক্লিক করলেই দেখবেন ছবির সকল তথ্য রিমুভ হয়ে গিয়েছে

এবার ছবিটা Download করে নিন। এখানে Before এবং After Button এ ক্লিক করে আপনি পার্থক্যটা দেখতে পারবেন। দেখুন, ছবির সকল তথ্য রিমুভ হয়ে গিয়েছে।

এখন যদি আপনি ফেসবুক, পেপাল বা অন্য কোথাও ছবি জমা দিন, তবে তারা ছবির Data তে কোন তথ্য খুজে পাবে না।
ফলে আপনার ডকুমেন্ট কাজ করার চান্স অনেকটাই বেড়ে যাবে ইনশাল্লাহ।

আমি মূলত এই Tool টা আমার নিজের কাজের জন্য বানিয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে অনেকেই হয়তো উপকৃত হবেন।

যদি এটা ভালো লেগে থাকে, তবে আমাদের গ্রুপ Zorex Zone এ Join করতে পারেন। এখানে বিভিন্ন টেক বিষয়ে হেল্প পাবেন এবং অনেক সময় Free তে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল আমরা Share করে থাকি।

Post By Zorex Zisa





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar