ad720-90

প্রাণ ছিল লাল গ্রহে? মঙ্গলে নাসার রোভারের সফল অবতরণ


সৌরজগতে
পৃথিবীর নিকট প্রতিবেশী এই লাল গ্রহে
কখনও প্রাণের অস্তিত্ব ছিল কি না, সেই
তথ্য খুঁজে বের করার চেষ্টা করবে এই রোবট।

বলা
হচ্ছে, পারসিভের‌্যান্স হল মহাকাশে পাঠানো
মানুষের বানানো সর্বাধুনিক অ্যাস্ট্রোবায়োলজি ল্যাব। 

বাংলাদেশ
সময় বৃহস্পতিবার রাত ৩টার দিকে মঙ্গলের বিষুবরেখার কাছাকাছি বিশাল এক গহ্বরে নামে
নাসার মার্স রোভার। ওই গহ্বর বা
ক্রেইটারের নাম দেওয়া হয়েছে জেজেরো।

পারসিভের‌্যান্স মঙ্গনে নামার পর নাসার মিশন কন্ট্রোল রুমে উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

পারসিভের‌্যান্স মঙ্গনে নামার পর নাসার মিশন কন্ট্রোল রুমে উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

পৃথিবী
থেকে মানুষ অবশ্য পারসিভের‌্যান্সের সফল অবতরণের বিষয়টি জানতে পেরেছে প্রায় ১১ মিনিট পর।
মঙ্গল থেকে পৃথিবীতে সংকেত পৌঁছাতে ওই সময়টা লেগেছে।

রোবট
যানটি যে মঙ্গলের মাটিতে
নিরাপদে নেমেছে, তা নিশ্চিত হওয়ার
সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ক্যালিফোর্নিয়ায় নাসার মিশন কন্ট্রোল রুম।

জেজেরো
থেকে পারসিভের‌্যান্সের তোলা প্রথম একটি ছবিও অল্প সময়ের মধ্যে প্রকাশ করে নাসা।

এই
মঙ্গল অভিযানে নাসার ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার ম্যাট ওয়ালেস বলেন, তাদের মঙ্গলযান খুব ভালো অবস্থায় আছে, এটা দারুণ খবর।

বিবিসি
লিখেছে, ছয় চাকার ওই
মার্স রোভার অন্তত দুই বছর সেখানে কাটাবে। পাথর খুঁড়ে নমুনা ও তথ্য সংগ্রহ
করবে। জানার চেষ্টা করবে, সেখানে কখনও প্রাণের অস্তিত্ব ছিল কি না।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar