ad720-90

বড় আকারের একটি গ্রহাণু ২১ মার্চ পৃথিবীর কাছ দিয়ে যাবে : নাসা


ডিএমপি নিউজঃ চলতি বছরের সবচেয়ে বড় গ্রহাণুটি ১২ লাখ ৫০ হাজার মাইলের কাছ দিয়ে ২১ মার্চ (রোববার) আমাদের এই পৃথিবী অতিক্রম করবে। নাসা বৃহস্পতিবার (১১ মার্চ) এ কথা জানায়।

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানায়, এর ফলে জ্যোতির্বিজ্ঞানীরা খুব কাছে থেকে গ্রহাণুটি পর্যবেক্ষণের বিরল সুযোগ পাবেন।

নাসা আরো জানায়, গ্রহাণুটির ব্যাস আনুমানিক তিন হাজার ফুট। এটি ২০ বছর আগে আবিষ্কৃত হয়েছে।

নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ পরিচালক পাউল চোদাস ‘সূর্যকে পরিক্রমণরত ‘২০০১ এফও ৩২’ নামের গ্রহাণুটি কক্ষপথের নির্ভুল হিসেব আমাদের জানা আছে। গ্রহাণুটি পৃথিবী থেকে ১২ লাখ ৫০ হাজার মাইলের বেশি কাছাকাছি আসবে না।

এই দূরত্ব পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় ৫.২৫ গুণ। তবে এটি আরো কাছাকাছি এলে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

নাসা জানায়, ‘২০০১ এফও ৩২’ গ্রহাণুটি পৃথিবী অতিক্রমের সময় প্রতি ঘণ্টায় এর গতিবেগ হবে প্রায় ৭৭ হাজার মাইল। এই গতি পৃথিবীর দিকে আসা অধিকাংশ গ্রহাণুর গতির চেয়ে বেশি। সূত্র : বাসস





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar