চিপ সঙ্কটে বাড়তে পারে পণ্যের দাম: শাওমি প্রেসিডেন্ট
“অবশ্য আমরা আমাদের পণ্যের নির্মাণ খরচ যতটা সম্ভব অনুকূলে রাখার চেষ্টা করবো– বুধবার কোম্পানির চতুর্থ প্রান্তিকের আয় বিবরণী প্রকাশের সময় জিয়াং বলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
“সত্যি কথা বলতে, আমরা ভোক্তাদের কাছে আমাদের সেরা মূল্য দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব।” – বলেন তিনি।
“তবে মাঝে মাঝে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির কিছু অংশ গ্রাহকের ওপর চাপাতে হতে পারে।”
কম্পিউটার চিপের ঘাটতির ফলে গত বছরের শেষের দিকে ইলেক্ট্রনিক্স শিল্প বড় ধরনের ধাক্কা খায়। এর পেছনে রয়েছে কোভিড -১৯, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার মতো কারণ।
চিপ সঙ্কটের প্রভাব কেবল স্বচালিত গাড়ি নির্মাণ শিল্পে পড়বে বলে প্রাথমিক অনুমান থাকলেও শেষ পযর্ন্ত স্মার্টফোন সহ বিভিন্ন হার্ডওয়্যার পণ্যের ওপর গিয়ে পড়েছে।
শাওমির মূল সরবরাহকারী কোয়ালকম বড় স্মার্টফোন ব্র্যান্ডের অর্ডার মেটাতেই খাবি খাচ্ছে বলে মাসের শুরুতে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
ওয়াং বিনিয়োগকারীদের সাথে কথা বলতে গিয়ে যোগ করেন, “আমরা চাপ টের পাচ্ছি, তবে আমরা ঠিক আছি”।
Comments
So empty here ... leave a comment!