ad720-90

সিরি বলছে, অ্যাপলের বিশেষ আয়োজন এপ্রিলেই


এটি জানার জন্য বাড়তি কিছু করতে হচ্ছে না। শুধু সিরিকে প্রশ্ন করলেই চলছে – “অ্যাপলের পরবর্তী আয়োজন কবে?” উত্তরে সিরি জানিয়ে দিচ্ছে, “বিশেষ আয়োজন মঙ্গলবার, এপ্রিলের ২০ তারিখে, ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোর অ্যাপল পার্কে। চাইলে সব বিস্তারিত অ্যাপল ডটকম থেকে জেনে নিতে পারবেন।”

ব্যাপারটি প্রথমে নজরে এসেছে ম্যাকরিউমার্সের। তাদের প্রতিবেদন বলছে, আইফোন, আইপ্যাড, ম্যাক এবং হোমপডে এমন উত্তর জানাচ্ছে সিরি।

অ্যাপল এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, সবাই প্রায় আঁচ করছিলেন যে এ মাসেই আয়োজনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। ওই আয়োজনে নতুন আইপ্যাড প্রো দেখাবে অ্যাপল। সিরি সেটাই নিশ্চিত করল। আদৌ সিরি সত্যি বলছে কি না তা জানা যাবে কিছুদিনের মধ্যেই। অ্যাপল সাধারণত নিজেদের আয়োজনের এক সপ্তাহ আগে গণমাধ্যমে আমন্ত্রণ পাঠায়।

ধারণা করা হচ্ছে, ভার্চুয়াল আয়োজনে দুটি ভিন্ন আকারের আইপ্যাড প্রো নিয়ে আসবে অ্যাপল। সঙ্গে থাকতে পারে এয়ারট্যাগস ব্লুটুথ ট্র্যাকার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar