ad720-90

বাতিল হয়ে গেলো অ্যামাজনের লর্ড অফ দ্য রিংস গেইম


গেইমটি তৈরিতে কাজ করছিল অ্যামাজন গেইম স্টুডিওস এবং চীন ভিত্তিক লেইউ টেকনোলজিস হোল্ডিংস। পরে ডিসেম্বরে লেইউ-কে কিনে নেয় চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট হোল্ডিংস। এতে সমস্যা দেখা দেয় গেইমটির ডেভেলপমেন্ট নিয়ে।

চুক্তি আলোচনা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিল অ্যামাজন ও টেনসেন্ট। পরে এরই জের ধরে গেইমটি বাতিল হয়ে গেলো বলে প্রতিবেদনে বলেছে রয়টার্স ।

শনিবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বাণিজ্য বিষয়ক সংবাদদাতা ব্লুমবার্গ-ও।

“লেইউয়ের সাম্প্রতিক মালিকানা হাতবদলের পর আমরা এই টাইটেল নিয়ে এগিয়ে যাওয়ার জন্য শর্ত নিরাপদ করতে ব্যর্থ হয়েছি।” – এক ইমেইল বিবৃতিতে জানিয়েছেন অ্যামাজন মুখপাত্র।

মুখপাত্র জানিয়েছেন, গেইম নিয়ে যে অ্যামাজন দল কাজ করছিল, তাদেরকে অন্য প্রকল্পে সরিয়ে নেওয়া হবে।

অ্যামাজন গেইম স্টুডিওস যাত্রা শুরু করে ২০১৪ সালে। যাত্রা শুরুর পর থেকেই সফল ভিডিও গেইম আনতে চড়াই উতরাই পার করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

এর আগেও ব্রেকঅ্যাওয়ে অ্যান্ড ক্রুসিবল নামে এক গেইম আনার ঘোষণা দিয়ে তা বাতিল করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, নিউ ওয়ার্ল্ড নামে এক গেইমের আসার তারিখ ক্রমাগত পিছিয়েই যাচ্ছে স্টুডিওটি।

অব্যবস্থাপনা এবং গেইম ডেভেলপারেদের মধ্যে সাংস্কৃতিক বিবাদের কারণে সমস্যা পোহাতে হচ্ছে অ্যামাজনের ভিডিও গেইম বিভাগকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar